জানি আর থাকবেনা রাস্তার মোড়ে দাড়িয়ে
সেই বখাটে ছেলেটা একখানা গোলাপ হাতে ৷
জানি আর কেউ আমার পিছু হাটবেনা
বলতে প্রিয়তমা তোমাকে আমি ভালোবাসি ৷
জানি আর কেউ আসবে না ফ্ল্যাক্সির দোকানে
চুপি চুপি সেলফোন নাম্বার টা চুরি করতে ৷
জানি আর থাকবেনা স্কুল ক্যাম্পাসে দাড়িয়ে
আমার সাথে কথা বলার একটু সুযোগ খুজতে ৷
জানি আর আসবেনা সামনের মাঠ টাতে
আমায় এক পলক দেখার সুযোগ নিতে ৷
জানি আর কেউ না ঘুমিয়ে থাকবেনা দাড়িয়ে
বেলকনির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে ৷
জানি আর কেউ আমার পিছু নিবেনা
শপিং কম্প্লেক্স এর ওলি গোলিতে ৷
কিন্তু আজ আমার খুব কষ্ট হচ্ছে ,
খুব মিস করছি সেই বখাটে ছেলেটাকে ৷
আজও পথ চলতে চলতে তাকাই পিছু ফিরে
এই বুঝি সেই বখাটে ছেলেটা এসে বলবে
এই গোলাপ এনেছি তোমার জন্য নেবে ?
আজও আমার কানে লেগে আছে
বখাটে ছেলেটার চিৎকার করে বলা
আমার ভালোবাসা মিথ্যে নয় ৷