মনে পড়ে প্রিয়তমা ? 
মনে পড়ে সেই নীরব রাতগুলো ? 
যখন কেউ ছিল না জেগে এই নিশুতী রাতে
ছিলাম শুধু তুমি - আমি বসে পাশাপাশি ৷
কাটিয়েছি কতো রাত হাতে রেখে হাত
সেই ক্ষন সেই রাত আজো আসে 
সেই আগেরই মতো করে ৷
পার্থক্য আজ শুধু এই যে ,
আজ আর আসিনা তুমি - আমি
বসি না আর দু‘জনে পাশাপাশি ৷
তুমি আছো ঐ- - - সূদুরে 
যেখানে দিগন্ত গিয়ে ঠেকেছে ,
আর আমি আছি পড়েএই ধুলোমাখা পথে ৷
ইচ্ছে করলেই পারিনা হাতে রাখতে হাত ,
পারিনা তোমার ঐ গোলাপ রাঙ্গা ওঠরে
প্রণয়ের প্রগাঢ় চুম্বন একে দিতে ৷
পারিনা তোমার কোলে মাথা রেখে
স্বপ্নের জাল বুনে স্বপ্নীল রাত কাটাতে ৷
ইচ্ছে করলেই আজ আর পারিনা
প্রণয়ের বন্ধনে তোমাকে আগলে রাখতে ৷
ইচ্ছে পারিনা তোমার অভীমান গুলো 
গভীর আবেগে শুষে নিতে
মন চাইলেই আজ পারিনা বলতে
ইচ্ছে করলেও আর পারিনা বলতে 
আই লাভ ইউ