তারপর !
আরও একটি রাত গেলো চলে
নির্ঘুম রাতে দেয়ালে হেলান দিয়ে
স্মৃতির পাতা উল্টিয়ে ৷
জীবনের চাওয়া পাওয়া আজ
বাসা বেধেছে হতাশার মাঝে ৷
স্বপ্নগুলো দুঃস্বপনের মাঝে হারিয়েছে
আর আমি হারিয়েছি নিজেকে
তোমার মনের চোরাবালিতে ৷
সময়ের পাশ দিয়ে চলেছি হেঁটে
পিঠে ডিগ্রীর বোঝা চেপে
অচেনা এ শহরের ধুলোমাখা পথে ৷
শুনেছি তুমিও নাকি আছো এ শহরে
যদি কখনো নামো এ পথের ধুলোতে
আমার স্পর্শ তুমি পাবে সে ধুলোতে ৷
যদি গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টিকে চাও ছুঁতে
বুঝে নিও আমার চোখের জলই তুমি ছুঁলে ৷