মধ্যরাতে উদোম পায়ে
দেখো পথিকের দল আসিতেছে
হাতে আছে শ্রদ্ধা মাখা ফুল
আর গলায় আছে মমতা মাখা সুর ৷
ঐ যে দেখো দাড়িয়ে আছে মিনার
শহীদদের তাজা রক্ত মেখে গায়
ঋনের বোঝা দিয়েছে তুলে মাথায়
সে ঋনের দায় কি শুধু দুটো ফুলে শোধরায়?
মধ্যরাতে উদোম পায়ে
শ্রধাঞ্জলি দিতেছো তায়
দেখো ওরা যেন জেগে না যায়
যাদের ঋন শোধরাবার নয় ৷