হ্যাঁ আজ আমি পতিতা
তোমাদের ঐ রাক্ষুসে চোখে
প্রতিনিয়ত আমাকে ধর্ষিতা হতে হয়েছে
কখনো পিতা কখনো বা পুত্রের কাছে ৷
জীবিকার তাগিদে কোথায় না কোথায় গিয়েছি
কিন্তু !
তোমাদের ঐ রাক্ষুসে দৃষ্টি থেকে কি বেঁচেছি ?
যখনি তোমাদের স্বার্থ সিদ্ধি হয়ে যায়
নষ্ট নারীর তকমা লাগাও আমার গায় ৷
তোমরা পুরুষ প্রত্যেকেই মুখোশধারী
জানে আমি,আঁধার ঘর আর ঐ বালিশ ৷
আমার শরীর,আমার পেট,আমার ক্ষুধা
আমার পেটে আমিই অন্নদাতা ৷
কখনো কি খোঁজ নিয়েছো কি খেলো পতিতা?