চাই একটা স্বস্থির নিঃশ্বাস ফেলতে
মাথায় এক পৃথিবী টেনশন নিয়ে ,
স্বপ্ন গুলোকে কাঁধে চাপিয়ে
অপুরনীয় এক বুক আশা নিয়ে
বেঁচে থাকার যুদ্ধে হার না মানা জীবন নিয়ে
এক অন্তহীন পথে পথিক করেছিলাম নিজেকে ৷
ক্ষণে ক্ষণে রঙ পাল্টেছি গিরগিটির মতো করে
সংসার নামক বদ্ধ সেলে বন্দী করেছি নিজেকে ৷
কখনো অবুঝ শিশু কখনো দুরন্ত কিশোর
কখনো বা যৌবনের তারুন্যে উদ্ভাসিত হয়ে
আবেগের বেড়াজালে বন্দী করে নিজেকে ,
ছুটে চলেছি ভালবাসার মরিচিকার পেছনে ৷
তারপর  রঙ পাল্টে উপার্জনক্ষম পুরুষ থেকে
সংসারের হর্তাকর্তা সাজে সাজিয়ে নিজেকে ,
দুলি বারান্দার এক কোনে রাখা ইজি চেয়ারে  ৷
অথচ আজ বেমালুম গেছি ভুলে
চল্লিশ পেড়িয়ে আজ আমি চার্লসে ৷