না আজ আর কোন ভনিতা নয়
বলে দিবো সব রাখবোনা সংশয়
অনেক হয়েছে মুখোশের অভিনয়
আর তোমার মিথ্যে প্রতিশ্রুতির জয় ৷
দেখবো আজ রক্তপিপাসুর জোড়
ভুলেগেছি আজ আমি সব ভয় ডর
উঁচিয়েছি আজ প্রতিবাদীর কন্ঠস্বর
দেখবো আজ শোষকের কতো জোড় ৷
আমার মায়ের সম্ভ্রম ঢাকা যে পতাকায়
পিতার রক্তের দাগ আছে যে পতাকায়
না হতো দেবোনা আমি তার সাথে অন্যায়
অনেক হয়েছে মিথ্যে প্রতিশ্রুতির জয় ৷
কসম খোদার এই বার হবেই তোদের ক্ষয়
যদি ঐ ঈশ্বরআত্মা সদা সত্যি হয়
ঐ দেখ জেগেছে বাঙ্গালী ভুলেছে ভয়
ওদের হাতেই হবে জানি তোদের পরাজয় ৷