সে এক অদৃশ্য সূতোর নিপুন বুনন
আর আত্মার সাথে আত্মার মিলন
এই হলো বন্ধুত্বের চীর অটুট বন্ধন
ছিলো,আছে আর থাকবে এ বন্ধন ৷
শুরুতো সেই দুরন্ত ছেলেবেলা থেকে
কৈশোর চলে গেছে যৌবনও গেছে চলে
বার্ধক্য এসে কড়া নারছে জীবন সায়াহ্নে
তবুও মনে প্রশ্ন জাগে কেমন আছিসরে ?
দৃষ্টি যখন আটকে যায় বৃদ্ধাশ্রমের সিলিংয়ে
মন ফিরে যায় স্মৃতিময় সেই বন্ধুত্বের বন্ধনে
যদি তোদেরও দৃষ্টি আমার মতো যায় আটকে
এখানে না হয় অন্য কোন বৃদ্ধাশ্রমের সিলিংয়ে
তবে আয় চলে আয় বন্ধু আড্ডা হবে আজকে ৷