রাত ১২ টা ,
নীরব শুনশান চারিদিকে
আলো-আঁধারীর খেলা চলছে ,
সোডিয়াম আর নিয়োন আলোর শহরে
নিশাচরদেরই শুধু বিচরণ সারা শহর জুড়ে ৷
ওলিতে গোলিতে ভীড় করে আছে কিছু নষ্টা নারীরা
খদ্দের ধরা আর দড় দামেই এখন ব্যস্ত সে নারীরা
ভুখা পরে আছে ঘরে পঙ্গু স্বামী আর সন্তানেরা
উঁনুনে হাড়ি চরেনি দুদিন ঘুরেছে এপাড়া ওপাড়া,
এদিকে সকাল হলেই গুনতে হবে বস্তির ভাড়া ৷
অসহায় নারী আজ হয়ে গেছে নিরুপায়,দিশেহারা ,
যেখানে যায় নষ্ট পুরুষের নষ্ট চোখ যে দিচ্ছে পাহারা
কাঁচামাংসের যৌবনদীপ্ত শরীর দেখতেই দিশেহারা ৷
নষ্ট সমাজের নষ্ট পুরুষ নারীকে ভোগ্যই মনে করে
আসলে এতে পুরুষই নিজের নিকৃষ্টতা প্রমাণ করে ৷
নারীকে যদি পুরুষের স্পর্শে নষ্টা নারী হতে হয়
পুরুষ কেনো তবে নারীর স্পর্শেও নষ্ট পুরুষ নয় ?