বরাবরের মতো আজও এ প্রশ্নটা জাগে
কি নেওনি আমার মায়ের কাছে থেকে ?
আদর স্নেহ মায়া মমতা সবইতো নিয়েছো
আমার মায়ের দুধেই তোমার প্রাণ বেঁচেছে ,
আমার মায়ের কোলেই তোমার ঠাঁই হয়েছে
আমার মা'কেই তোমার আপন মা ভেবেছো ৷
সবই তো দিয়েছে মা তোমাকে উজাড় করে ,
এমনতো না যে কখনো ফিরেছো খালি হাতে
সামর্থে যখন যা জুটেছে সবইতো মা দিয়েছে ,
তবে বলো কেনো? কেনো? এমন করলে?
বোধকরি সেইসব দিনগুলো তুমি ভুলে গেছো
যখন অসহায় শিশু বলে মা বুকে তুলে নিয়েছে ,
বুকে আগলে রেখেছে সন্তানতুল্য মনে করে
সেই তুমিই কিনা ? বলো কি করে পারলে?
ভুলে গেলে মায়ের স্নেহ,ভুলে গেলে মাতৃভূমিকে ,
রুপান্তরিত হলে বিভৎস মানুষ রুপের অমানুষে
জঙ্গী আর দেশদ্রোহীর তকমাটা নিয়ে নিলে ,
আর মা-মাতৃভূমির সাথে বিশ্বাস ঘাতকতা করলে
কেনো করলে বলো ? কেনো? কেনো? কেনো?