উত্তাল আজ এই পৃথিবীর মানচিত্র
চারিদিকে আজ যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ
বুঝিনা আমরা এ কেমনতর সভ্য ?
শুনেছি বিবাদে জড়ায় নাকি যারা মূর্খ
তবে কি মানুষ আজ সুশিক্ষিত মূর্খ
নিজেই নিজেকে করে দেখো সে প্রশ্ন ?
ক্লান্ত চোখে দেখি আজ বিশ্বজয়ের স্বপ্ন
সে স্বপ্নে ঢুঁকে গেছে এক গভীর ষড়যন্ত্র
হে ঈশ্বর সফল যেনো না হয় সে ষড়যন্ত্র ৷
একটা পৃথিবী চাই , চাই একটাই মানচিত্র
কাঁটাতার আর জাতিভেদে হবো অভিন্ন
সকল তন্ত্র ভুলে হবে শুধুই মানবতন্ত্র
এই হোক আমাদের বাঁচার মূলমন্ত্র ৷