বুদ্ধদেব আজ কেনো স্তব্ধ তুমি
তোমার পদতলে বইছে রক্ত নদী
তবুও কেনো তোমার ধ্যান ভাঙেনি ?
বুদ্ধ তুমিইতো শুনিয়েছো শান্তির বাণী
অথচ আজ ভিক্ষুরাই দেখো নৃশংস খুনি
ভুলেছে আজ ওরা শান্তির সেই বাণী ৷
জীব হত্যা মহাপাপ,ছিলো তোমার বাণী
অথচ সেথা মানুষই সবচেয়ে কমদামী
বুঝিনা ওরা কেমনতর তোমার অনুসারী ?
মনুষত্বহীন হয়েছে আজ মায়ানমারের ভূমি
এতো হত্যা দেখেও আজ স্তব্ধ কেনো তুমি
ধ্যান ভেঙে আজ ভিক্ষুদের দীক্ষা দাও তুমি ৷
যে জন করে জীবে প্রেম,ঈশ্বর যদি সে হয়
ভিক্ষুদের মাঝে কেনো আজ এই অবক্ষয়
হত্যা করে গাইছে ওরা তোমারই জয় জয় ৷
রক্ত স্রোতে ভাঁসছে আজ মায়ানমারের ভূমি
সেই স্রোতে'তে কেমন করে ধ্যান করছো তুমি ৷