একটা বিশ্বাস
এই বিশ্বাসের মূল্য কি সবাই দিতে পারে ?
একজন খোদা,ভগবান, ঈশ্বর কিবা অন্যকিছু
না দেখেও শুধু বিশ্বাসে ছুটেছি তাদের পিছু
কারন জানি তাদের আছে অমূল্য সম্পদ কিছু ৷
একটা সন্তান এক'পা দু'পা করে হাঁটছে সবে
তারও পূর্ণবিশ্বাস আছে তার বাবার উপরে
সে জানে পরতে গেলে বাবা আঙুল বাড়াবে ৷
একটা পিতারও বিশ্বাস তার সন্তানের উপরে
পিতা জানে বার্ধক্যে সন্তানই তাকে দেখবে
যেমন পিতা অঙুল ধরেছে পুত্রের শৈশবে ৷
সন্তানের পূর্ণবিশ্বাস তার জন্মদাত্রীর উপরে
সে জানে মা তাকে ঠিক আগলে রাখবে বুকে
সকল প্রতিকুলতায় ঠাঁই পাবে মায়ের আঁচলে ৷
মা ৫২ ডেল ব্যাথা সয়ে যে সন্তানকে এনেছে
মায়ের বিশ্বাস আছে তার সে সন্তানের উপরে
সে জানে সন্তান তাকে রাখবেনা বৃদ্ধাশ্রমে ৷
একজন বোনের প্রতি বিশ্বাস আছে ভাইয়ের
তেমনি
ভাইয়ের প্রতিও সে বিশ্বাস আছে সে বোনের
এ বন্ধন সেতো বিশ্বাসের এক অনন্য অর্জন ৷
প্রেমিক বিশ্বাস করে যেমন তার প্রেমিকাকে
তেমনি
প্রেমিকাও বিশ্বাস করে তার সে প্রেমিককে
কারন পরষ্পরের প্রতি তাদের বিশ্বাস আছে  ৷
বন্ধুত্ব সেও তো বিশ্বাসেরই এক অমূল্য খনি
সব ছাপিয়ে বিশ্বাস আছে বলেই আছি বেঁচে ৷