একদিন ঠিকই চলে যাবো দুরে বহুদুরে
একাই যাবো নেটওর্য়াকের গন্ডি পেরিয়ে ,
একাকীই বসত করবো সেই ঠিকানাতে ৷
কিছু অশ্রু হারাবে তোমাদের ওচোখে
হয়তোবা আবেগে , নয়তো ভালোবেসে ৷
বন্ধু-স্বজন ক্ষমা করে দিও আমাকে
জানা, অজনায় যদি ব্যথা দেই মনে ৷
অনেকেরই হয়তো অজানা রয়ে যাবে
চলে গেছি আমি নেটওয়ার্কের বাহিরে ৷
নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়া এ আমাকে
অনেকেই হন্যে হয়ে খুঁজবে সবখানে ,
সামাজিক যোগাযোগ সব মাধ্যেমে
অভিমানী বার্তাগুলোর ভক্ত পাঠক হয়ে ৷
খুঁজে,খুঁজে ক্লান্ত হয়ে একান্ত অবসরে
কড়া নারবে ক্ষুদেবার্তার ঘর গুলোতে ৷
একদিন ওরা কড়া নারা ঠিক ভুলে যাবে
ভুলে যাবে একবুক অভিমানে আমাকে
ভুলে যাবে অভিমানী এ বার্তা বাহককে
শুধু নেটওর্য়াকের বাহিরে থাকার জন্যে ৷
কোন শর্তেই পারবেনা যোগাযোগ করতে
সে নেটওর্য়াকে কিম্বা যোগাযোগ মাধ্যমে ৷