আজ পৃথিবী ভর্তি মানুষ দেখি
আর আমি অধম মনুষত্ব খুঁজি
মানবতা আজ কোথায় তুমি
কোথায় আজ দিয়েছ গা ঢাকা ?
নগর থেকে নগর শুধু অট্টালিকা
সুখ-শান্তি আজ এখানে ধোঁয়াশা
মনের মাঝে আছে হতাশার বাসা
লোকারন্যে থেকেও সবাই একা ৷
কালে কালে পৃথিবী হয়েছে বুড়া
সমাজে পরেছে অসংগতির ছায়া
মনুষত্ব রয়ে গেলো সমাজে অধরা
আর বিবেকবানরা হলো দিশেহারা ৷