চোখের সামনে দেখছি অত্যাচারীর দম্ভ
এ যেন ঠিক চোখ আছে তবুও সে অন্ধ ,
শুনছি নির্যাতিতদের বুকফাটা আর্তনাদ ,
তবু আমার কন্ঠনালীর ভাঙেনিকো বাঁধ ৷


হুহু করে বাতাসে ভাসছে লাশ পঁচা গন্ধ
পারিনা নিঃশ্বাস নিতে বুক হয়ে যায় বন্ধ
ধর্ষিতার চিৎকার কানে হচ্ছে প্রকম্পিত
তবুও কি আজও নিজেই বেঁচে থাকবো ?


অলিগলিতে আজ মৃত্যুর নগ্ন নৃত্য চলছে
আমিও দর্শক আজ ব্যাস্ত হাততালি দিতে ,
পাছে নিজে যদি পড়ে থাকি কোন গলিতে
জানিনা এই দর্শকবাজী কতোদিন চলবে ?


চোখের সামনেই ওরা ওড়না নিয়ে নিলো
আমার ভাইটাকে রক্তাক্ত ফেলে রাখলো ,
আমাদের চোখ নির্বিকার চেয়েই দেখলো
আমাদেরও হাত দুটো তো উন্মুক্তই ছিলো ৷


মনুষ্যত্ব বিবেক আজও দর্শকই গ্যালারীতে
জানিনা এ আজব খেলা আর কতো চলবে ,
মনুষ্যত্ব বিবেক আর কতো দর্শক হয়ে রবে
নাকি মেরুদণ্ডটা সোজা করে ঘুরে দাঁড়াবে ?