অপেক্ষার সময় কিন্তু ধীরে ধীরে অতিক্রম হয় ;
যেমন মানুষ দ্রুত সময়ের মধ্যে ভীত সন্ত্রস্ত হয় ।


আমাদের আলাদা হওয়ার সময় কিন্তু দীর্ঘ হয় ;
আর উপভোগ্য সময়টা বড় না হয়ে ছোটই হয় ।


কষ্টের সময়ও ছোট নয় কষ্টের সময় সুদীর্ঘ হয় ;
আমাদের খুশির সময়টা কিন্তু খুব সংক্ষিপ্ত হয় ।


আমাদের থমকে যাওয়ার সময় মর্মান্তিকই হয় ;
তবে ভালোবাসার জন্যই থাকে অফুরান সময় ।