সভ্যতার বাগানে ওরা অসভ্য কীট
অথচ তারাই আজ এ সমাজে ফিট ,
পরিবেশ বুঝেই তালে তাল মিলিয়ে
গিরগিটির মতোই রং পাল্টে ফেলে ৷


সভ্য এ শহরে অসভ্য নাগরিক ওরা
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা ,
সভ্যতার মুখোশে ঢাঁকে মানুষগুলো
ওরাই দেখি আজ আছে বেশ ভালো ৷


মিথ্যারা দেখি আতশবাজি ফোটায়
আর সত্য আজ কপাটে মুখ লুকায় ,
ওরা আজ মিথ্যা বলছে বুক ফুলিয়ে
অথচ সত্যবাদীরা থাকে মুখ লুকিয়ে ৷


এ সমাজে হচ্ছে যতো অন্যায়ের চাষ
অথচ ন্যায়ের গলায় প্রতিনিয়ত ফাঁস ,
মাদকে সমারহে ভরপুর আজ সমাজ
সাথে আছে আরো সন্ত্রাসীদের রাজ ৷


হায়রে অভাগা নগরী হায়রে সমাজ
কতোকাল আর হয়ে রবে ক্রীতদাস ,
যতদিন রবে নীতিহীনদের রাজনীতি
ততদিন হবে অভাগা সমাজের ক্ষতি ৷