তোমাকে স্পর্শ করা নাকি আমার জন্য নিষিদ্ধ
কিন্তু তুমি কি জানো?
পথের ধুলো,বাতাস,বৃষ্টি সবই আমি ছূয়ে দিছি
যার স্পর্শ প্রতিনিয়ত অনুভব করছো তুমি ৷
তোমাদের ঐ গোলি নাকি আমার জন্য নিষিদ্ধ
পাছে আমার দৃষ্টি পরে তোমার উপরে তাই নিষিদ্ধ
কিন্তু তুমি কি জানো?
জলের বুকে প্রতিনিয়ত আমি তোমার ছায়া দেখি ,
আমার সে দেখা তুমি নিষিদ্ধ করবে কি করে?
তোমাদের মহল্লা নাকি আমার জন্য নিষিদ্ধ
কিন্তু তুমি কি জানো?
তোমাদের ঐ মহল্লার ইট,কাঠ,পাথর গাছ,গাছালি
অধীর আগ্রহে ওত পেতে আমার আসার অপেক্ষাতে ৷
তোমাকে গান শোনানো নাকি আমার জন্য নিষিদ্ধ
কিন্তু তুমি কি জানো ?
তোমার ঐ পোশা পাখি সারাক্ষণই যে গান গায়
তা আমিই শিখিয়েছিলাম কোন এক নিরালায় ৷
তোমাকে ভালোবাসা নাকি আমার জন্য নিষিদ্ধ
কিন্তু তুমি কি জানো?
তোমার হৃদয়টা প্রতিস্থাপিত রয়েছে আমার বুকে
যাকে ভালোবাসতেই হবে আমার ৷