মাঝে মাঝে বিস্মিত হই আমি
এ কি আমার সেই জন্মভূমি
এ কি আমার সেই আবাসভূমি
মৃত্যুর নগ্ন উন্মাদনা দেখি চতুষ্পার্শ্বে ৷
নদী খাল বিলে অসহায় লাশ ভাঁসে
নির্জাতিতের আর্তনাদ ভাঁসে প্রিয় বাতাসে ৷
রোজ ঘুম থেকে উঠে মুখ দেখি আয়নায়
মুখোশের ভীড়ে যে আজ মানুষ চেনা দায়
ক্ষমতাভোগীদের ভীড়ে আজ আমরা অসহায় ৷
যেদিকে তাকাই রক্ত পিপাসুর রক্ত চক্ষু দেখি
জানিনা এ রক্ত চক্ষু থেকে কবে পাবে মুক্তি
আমার স্বাধীন বাংলা আর প্রিয় পতাকা তুমি ৷