অনেকদিন হয়ে গেলো কিছু লিখি না,
অগণিত ভাবনারা ঝাঁক বেধে  হানা দেয় আমার ছোট্ট দরজায়।


দু কলম লিখতে না লিখতেই
কলমের কালি ফুরানোর ভয়।
আমার স্থিরতা হরণকারীনি
অব্যক্ত এক নেশায় বেধে ফেলেছে আমায়।


ধরিত্রীর কোনো মায়া এখন আর টানেনা আমায়।
সুবিশাল সমুদ্রের বুকে উপচে পড়া ঢেউ
কিংবা ধবল বকের ন্যায় একখণ্ড সাদা মেঘ।


কি দিন কি রাত উপলব্ধি বোধ অনেকটাই নেশাগ্রস্ত।


সু প্রভাতে ফুটায়িত ওই লাল পদ্ম-
কেমন জানি আকৃষ্ট করেনা এখন আর।
সুনয়না কালো কেশী, ডাগরচোখী সর্বনাশী
পাগল করেছে আমায়,
সৃষ্টি করেছে হৃদকম্পন আমার সর্বত্র জুড়ে।


চাঁদ মাখা মুখখানি একবার দর্শীয়া
সাগর সমমান জলতেষ্টা মেটানোর তৃপ্তি
লহিতে মন চাই হাজার বার...।