মজলুমের আর্তনাদ,জর্জরিত বুক
নানাবিধ বাধা তবু হাস্যজ্বল মুখ।


গিরায় গিরায় কাঁটাতারের বাঁধন
জ্যান্ত দেহের মোড়ানো কাফন।


পৈশাচিক শ্রমের সামান্য প্রতিদান
আকাশ পাতাল অসীম ব্যবধান।


সকাল থেকে সন্ধ্যা হাড়ভাঙা খাটুনি
বিনিময়ে সামান্য কয়েকটা দানাপানি।


রোদ,ঝড়,বৃষ্টি কোনো ছাড় নাই
বেতন টা কাটা যাবে যদি লেট হয়।


শোষকের শাসনে শাসিত এ বুক
পুড়ে গেছে আশা যত মরে গেছে সুখ।