অবিশুদ্ধ হাসি, নির্লিপ্ত মন
নির্ঘুম রাত আর উদাস ভাব সারাক্ষণ,
ভেতর বাহির আর সবখান
দহন জ্বালা আর তীব্র অভিমান।


ফুটন্ত গোলাপের হঠাৎ নিশ্চুপতা
শূন্য পৃথিবী আর অব্যক্ত নিস্তব্ধতা,
ঠুকরে খাওয়া যংধরা যন্ত্র
বাঁচার লড়াইয়ের গেয়ে যাওয়া মন্ত্র।


দক্ষিণের খোলা জানালার তৃপ্ত আত্মা
খুঁজে পায়না এখন আর তার আপন সত্তা ।


প্রিয় জনের নিদারুণ নিষ্ঠুর অবহেলা-
আর এভাবেই শেষ হয় হাজারো ভালোবাসার খেলা ।