নিস্তব্ধ ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকে
অপর ল্যাম্পপোস্টকে সামনে রেখে
অভিমানে কেউ কথা কয়না,
ইশারায়ও আর ডাকেনা।


দু প্রান্তে দাঁড়িয়ে বৃষ্টি ভেজে
শীতের রাতে জ্যোৎস্না মাখে।
তবু তাদের অভিমান ভাঙেনা।


ভোরের মেইল এলে ওরা দিবানিদ্রায় যায়।
পাখিদের ঘরে ফেরার শব্দে আবার জেগে ওঠে।
মগজের ফাকে চড়ুই বাসা বাঁধে, ঘর সংসার করে।


এভাবে মাঘ চলে যায়, ফাগুন আসে
দূর বাতাসের সাথে চাঁপাফুল গন্ধ আসে।
পথিক আসে, প্রেমিক আসে
প্রেমিকার খোপায় ফুল গুজে দেয় তারপর তারা গভীর চুমু খেয়ে চলে যায়।
ল্যাম্পপোস্টেরা আধঘুমো চোখে দেখে আর দীর্ঘ নিশ্বাস ছাড়ে
তবু ওরা এগিয়ে গিয়ে চুমু না খেয়ে ভাবে বসন্ত সবার জন্য আসেনা।