সন্ধ্যা ফিরে এলে আবার, পাখিরা ঘরে ফেরে
বিশ্রামে যায় মহাসড়ক সেও, ব্যস্ততা ফেলে রেখে
রোদ ঘুমায়, ঘুমায়না রোদের গন্ধরা।


শীতে কাপে পড়ে থাকা বাদামের খোসা,
ঠান্ডায় ঘেমে উঠে, পরিত্যক্ত পলিথিন।
অলঙ্কার পরে মাকড়শার জাল,
ক্রমশ ভিজে ওঠে পথের ধুলা।


ঘাসের ডাটা বেয়ে শিশির নামে,
ঝিঁঝিঁ পোকারা অন্তর্ধানে যায়
আর, ব্যাঙাচিরা মৃত্যুর দিন গোনে।


আমি নদীর মত পৌষ পোহাই মাঘের চাদর গায়ে,
ভেজা ধুলায় আঙুল দিয়ে লিখি
পরের শীতে আমরা এ পথে নগ্ন পায়ে হেটে যাবো
হাসনাহেনা বনে দিকে।


©মোস্তাক
২৮/০১/২২