একটা নদী খুজছি,
নদীর পাড় দিয়ে একটা রাস্তা খুজছি
লাল ভাঙ্গা ইটের রাস্তা খুজছি?
একটা কাঠের পুল,
শত বছরের পুরনো কড়ই
গাছের ছায়ায় ঘেরা গোরস্থানের মত;
সারি সারি মেহগনির নীড়পাতা।
হিন্দুদের শত শত বছরের পৌড় মন্দির
বক বা পাতি হাসের ঠোটে শ্বেত রূপচাদা।
বিদগ্ধ ঝাপসা দুপুর,
জলের আয়নায় কৃষ্ণচূড়া
ওপারে রক্তরাঙ্গা গোলাপ বাগান;
সেই নদীটাকেই খুজছি!
হোক না তার আলকাতরা রঙ্গে
বিষের মত জল, তাও তো নদী


(স্মৃতিতে বংশী নদী, সাভার)