বারে বারে তোমার পথ,
তোমার রাস্তা আমার হয়ে যায়।
তোমার ঝাউবন,নদীর জল
পানকৌড়ি,চিল, মাছরাঙ্গার
উড়ে যাওয়া বিকেল আমার হয়ে যায়।
তোমার খোলা আকাশ,
দিঘির জলে পূর্ণিমা চাঁদ,
গেওয়া,কড়ইয়ে বাঁধানো ঘাট,
সন্ধ্যার অবসর, সব আমার হয়ে যায়!
তোমার তেতুল তলা,
দেবদারুর শন শন মূর্ছনা
সুপারি গাছের মাচাঙ্গ সব আমার হয়!
তোমার ধানক্ষেত,ধানের ডগায় শিশির
আর জ্যোছনার প্রেম,মৃদু বাতাস
সব আমার হয়ে যায়;
নিতান্ত তোমার ঘুমও আমার হয়!
শুধু তোমার শুয়ে থাকা বাঁকা ছাদের
বারান্দা আমার হয় না!!!


১১ আগস্ট,২০১৯
নোয়াখালী।