এক সময়-
বৃষ্টি হলে টিনের চালে
মায়াময় ঝুম শব্দের
অথবা খড়ের ছাউনি ছেদ
করে ফোটা ফোটা জল
মুখে, গায়ে, কাপড়ে-
চোপড়ে পড়ার; হালকা
হিমেল বাতাসে কাঁথা
মুড়ি দেওয়ার মত!
অনেক সময় দূরের
বৃষ্টির ছবি নেশাক্ত
চোখের ঘুম কেড়ে নিত;
মনের ভিতর হাজার হাজার
প্রেমের চারাগাছ বুনে দিতো;
এখন-
বৃষ্টি হলে ঘর-দোর,
জানালার ছিটকিনি লাগানো
অথবা রেইনকোটে শরীর
লুকিয়ে ছুটে চলা কর্মযুদ্ধে;
মাঝে মাঝে স্রষ্টাকে অভিসম্পাত
অনাকাঙ্খিত বৃষ্টির জন্য।




১ জুন,২০২০
জিন্দাবাজার,সিলেট।