তোমার মগজ হাতে নিয়ে দ্যাখো
কতটুকু স্ক্রু ঢিলা-
যদি তাই হয় এটে দাও আঠা
দরজার ফুটো সারাবার মতো;
যদি তাতে না হয় ফেলে দাও
পচাঁ মগজ সিটি বা পৌর করপোরেশনের
ময়লার স্তূপে;
সন্ধ্যায় কিংবা ভোর প্রভাতে নিয়ে
যাবে ভাঙ্গা কাভার্ড ভ্যান,
পাহাড় সমান ঢিলা স্ক্রর মগজগুলো
জমা হবে শহরতলীতে,পোকা খাবে;
একদিন তুমি কিংবা তোমরা মগজ বিহীন
মাথার খুলি নিয়ে সস্তি পাবে;
একদিন বুঝবে তুমিও মানুষ হতে পারতে!