বছর পরে ঘরেঘরে
আসছে খুশির ঈদ
আনতে এই ঈদ
কত গুনি হয়েছে শহিদ।
বদর,ওহুদ, খন্দক
আরো কত স্মৃতিমালা
করি স্মরণ দিবানিশি
জুড়াই মনের জ্বালা।
সুমাইয়া, হামজা, আলি
আরো কত গুনমনি
উমার, তালহা, হসান
হুসাইন, উসমান গনি।
ঢালিল তাজা খুন এরা
আনিতে খুশির ঈদ
করিল জান কুরবান
হইল শহিদ।
খুশির ঈদে অশ্রুশিক্ত চোখে
এই গুনমনিদের লাগি
খোদার কাছে নতশিরে
এই দুয়া মাগি।
তাদের সাথে আমাদেরও তুমি
ক্ষমা কর প্রভু
তাদের দেখানো পথ
যেন না হারাই কভু।
রাজি থাক তুমি ও তোমার হাবিব
মোদের পরে খাসা
অন্তরে মোদের যেন
শয়তান না বাঁধে বাসা।
খুলিয়া সকল বিভেদ
মিলিয়া গলায় গলায়
ঈদের খুশির কান্না
কাদিবারে চাই।