তুুমি যে আমাদের আদরের সোনা বাবু,
ভুলতে পারি না তোমায় আমরা কভু।
সোনা বাবু বড় হয়ে করবে দেশ জয়,
সোনার মুখের হাসি দেখে মনে যে তাই হয়।


প্রেম ভালোবাসা দিয়ে সবাই করেছি মানুষ,
তবুও তুমি কেন হলে এমন অমানুষ?
আজ কে তুমি জর্জ ব্যারিস্টার যতই বড় হও,
কিন্তু তুমি মোদের কাছে মোটেই বড় নও।


যখন তুমি হবে বড়,ধরবে অন্য জনের হাত
নতুন করে খুঁজবে তুমি আগামীর সুপ্রভাত।
আদরের বাবু সোনা হয়ে যাবে অচিরেই পর,
নতুনের ভালোবাসায় ছেড়ে যাবে আপন ঘর।


হে বাবু সোনা কেমনে ভুলিবো তোমারে,
দশ মাস গর্ভে ছিলে তুমি মায়ের আদরে ।
এক দিন তাদের মাঝে হবে কথার অমিল,
থাকবে না মা ছেলের শত জনমের মিল।


ছেলে বলবে,মা তুমি যাও বৃদ্ধাশ্রমে
থাকব না আমি আর তোমার পাশে।
হে বিশ্ববাসী তোমরা দেখ,
সন্তানের হাতে এ কি করুণ পরিণতি
বৃদ্ধাশ্রম হলো শেষে মা বাবার গতি।


×× কবিতাটি আমার ছেলে আসিফ খান কে উৎসর্গ করিলাম ।