জিনিসপত্রের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে,
তাই দেখে সবাই অবাক চোখে তাকিয়ে।
দেশ-বিদেশে দ্রব্য মূল্যের হয়েছে ঊর্ধ্বগতি,
তারই কারণে মানুষদের হয়েছে একি দুর্গতি।


দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ ভ্যাট,
জিনিসপত্রের দাম কমাতে করতে হবে চ্যাট।
দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তুমি করেছ একি হাল,
দেশও জাতি হয়ে পড়েছে আজ নাজেহাল।


মরে যাওয়ার চেয়ে,বেঁচে থাকা বড়ই কঠিন
কবে আসবে অসহায় মানুষদের আনন্দের দিন?
দ্রব্যমূল্য বৃদ্ধিতে জীবনকে কুড়ে কুড়ে খাচ্ছে,
তাই দেখে মজুতদারেরা প্রাণ খুলে হাসছে।


চাউল,ডাল,তেল,চিনি আরও আছে গ্যাস,
এই ভাবে বাড়লে দাম,বাঁচবে কি আর দেশ?
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা হয়েছি আজ ব্রত,
ন্যায্য অধিকার আদায়ের জন্য হবো একত্রিত।


রমজানের আগমনে জিনিসপত্রের দাম কর হ্রাস,
নামাজ পড়ে,রোজা রেখে দোয়া করবে সারা মাস।
বাংলাদেশ একটি কৃষি প্রধান সবুজ শ্যামল দেশ,
এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হবেই একদিন শেষ।