এই মাতৃ ভূমিতে জন্ম আমার,ধন্য হলো জীবন
তোমায় ভালোবেসে হয় যেন আমার মরণ।
জন্ম ভূমির প্রতি আছে মানুষের গভীর টান,
দেশ কে রক্ষা করতে বাঙালিরা দিয়ে ছিল প্রাণ।


দেশ প্রেমের মাধ্যমে জানি জন্মভূমির ইতিহাস,
সেখানে লুকিয়ে আছে হাজারো অজানা ইতিকথা।
দেশ কে নিজের প্রাণের চেয়েও বেশী ভালোবাসি,
তাই তো মোরা দিন রাত স্বদেশের কথাই ভাবি।


নিজের দেশকে আমরা শ্রেষ্ঠ বলে জানি,
স্বদেশকে ভালোবেসে হয়েছে জ্ঞানী গুণী।
সকল মানুষের মাঝেই লুকিয়ে আছে দেশ প্রেম,
সর্বদায় জাগ্রত কর স্বদেশের প্রতি গভীর প্রেম।


দেশ প্রেম স্বর্গের চেয়েও গরিয়সী মহিমায় দীপ্ত,
স্বদেশ কে ভালোবেসে আমরা হয়েছি মুগ্ধ।
ভালোবাসার মধ্য দিয়ে দেশ প্রেমের সূচনা হয় ,
স্বদেশ কে ভালোবেসে আমরা করবো বিশ্ব জয়।


আমার প্রিয় বাংলাদেশ হাজারো স্বপ্ন দিয়ে ঘেরা,
স্বদেশকে ভালোবেসে আমরা হয়েছি আত্নহারা।
চলো আমরা সবাই স্বদেশ প্রেমে দেয় মন,
এক দিন আমরা পাব সুখেরই জীবন।