এক যে ছিল বান্ধবী,নাম যে তার রুমি
আমার মন প্রাণ জুড়ে আছো শুধুই তুমি।
তুমি যেন নীল আকাশের পূর্ণিমার চাঁদ,
মায়াবী রুপ দেখে বাড়ায় সবাই হাত।


চিকন-চাকন দেহ খানি মায়া ভরা মুখ,
একবার তারে দেখলে মনে জাগে সুখ।
স্বভাবে চঞ্চল মেজাজ টা একটু কড়া,
ছেলেদের নিয়ে মজা করে,নষ্ট করে পড়া।


সুখে দু:খে ছায়ার মতোই রেখো ভালোবেসে,
আজীবন থাকবো তোমার হৃদয়ের পাশে।
তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি,
আমার কাছে সবার চেয়ে প্রিয় বান্ধবী তুমি।


বান্ধবী তুমি আপন হয়ে,বাঁধলে বুকে ঘর
কষ্ট পাবো আমায় যদি,করে দাও পর।
সুখের নদী হয় না যেন দু:খের বালু চর,
সব সময় নিও বান্ধবী তুমি আমার খবর ।