অনেক দিনের স্বপ্ন মোদের পদ্মা সেতু নিয়ে,
কত বাঁধা এসেছে মোদের সেতু করতে গিয়ে।
পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু ভাই,
দেশবাসীর সহযোগিতায় সেতু নির্মাণ হয়েছে তাই।


বাইশ সালের পঁচিশ জুন হবে সেতুর উদ্বোধন,
দেশবাসী তাই করছে আনন্দে কত আয়োজন।
পদ্মা সেতুর যোগাযোগে বাড়বে দেশের বিনিয়োগ,
এই সেতু তৈরি করতে করছে সবাই আত্মনিয়োগ।


পদ্মা সেতু নিয়ে মোদের ছিল কত স্বপ্ন আশা,
এই সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেখিয়েছে দিশা।
পদ্মা সেতুর মাধ্যমে হবে দেশের অনেক উন্নয়ন,
পদ্মা সেতুর কথা মনে রাখবে মানুষ আজীবন।


পদ্মা সেতু নয়,শুধু একুশ জেলার মন প্রাণ,
এই সেতু উদ্বোধনে সবাই গাইবে খুশির গান।
এত গর্ব আমরা কোথায় রাখি পদ্মা সেতুর বুকে,
মোদের স্বপ্ন আজ পূরণ হলো দেখুক বিশ্ব লোকে।


পদ্মা সেতু পদ্মা নদীর নামে হবে নাম করণ,
বিশ্ববাসী প্রধানমন্ত্রীকে করবে মনে প্রাণে স্মরণ।
স্বদেশের কল্যাণ,দশের কল‍্যাণ সোনার বাংলার
বুকে,উন্নয়নের জোয়ার থাকলে,থাকবে মানুষ সুখে।