বাবা মানেই মাথার উপরে এক বিশাল ছাঁদ,
সন্তানের বিপদে-আপদে মাথায় রাখে হাত।
স্বার্থ ছাড়া দুনিয়ায় ভালবাসে শুধুই বাবা,
অনেক সন্তানই বড় হয়ে করে না তার সেবা।


বাবার হাতে,হাত রেখে শিখেছি পথ চলা
আমরা কেন বাবা কে আজ করছি অবহেলা?
বাবা মানেই সব আদরের এক অফুরন্ত ভান্ডার,
বাবার ভালোবাসায় ভরে আছে সবার অন্তর।


বাবার মুখে শুনেছি খোকা-খুকি ডাক অতি প্রিয়,
বাবা তুমি,সারা জীবন আদর ভালোবাসা দিও।
কঠোর পরিশ্রমের পরেও হাসিমুখে বাড়ি ফেরা,
বাবাই তো আমাদের কাছে সবার চেয়ে সেরা।


আদর-সোহাগ আর ভালোবাসার পরশে
বাবা জড়িয়ে রেখেছ তুমি স্নেহের বাঁধনে।
স্বার্থের উর্ধ্বে বেঁচে থাক সব বাবার ভালোবাসা,
ছেলে মেয়েরাই তাদের একমাত্র আশা-ভরসা।


যে দিন বাবা থাকবেন না আর তোমার পাশে,
সেই দিন ছায়া দেয়ার জন্য নেই কেউ কাছে।
বাবার চোখে সন্তানই তার অতি আপনজন,
কোন দিন ছিন্ন হয় না যেন তাদের এই বাঁধন।


জীবনকে নিরাপদ‌ ও সুন্দর রাখতে চায় বাবা,
আমরা যেন বড় হয়ে করি বাবার অনেক সেবা।
বাবার সেবা করবো চলো করি দীপ্ত শপথ,
যতই আসুক আমাদের আপদ আর বিপদ।