ছোট রেখে চিরবিদায় নিয়েছে মা-জননী,
সেই দিন থেকে ললাটে আর সুখ জোটেনি।
সুখ পাখিটি নেই আর আমার ঘরেতে,
উড়াল দিয়ে চলে গেছে অন্য নীড়েতে।


বেশী সুখ সইলো না আমার কপালে,
সুখ পাখি বিদায় নিয়ে গেল পরকালে।
তোমারে নিয়ে বেঁধেছি ভবে ছোট্ট ঘর,
আমার কাছ থেকে চলে গিয়ে করেছ পর।


দু:খ আর বেদনা নিয়ে আমার জীবন গড়া,
সুখ এসে দিবে না আর আমার কপালে সাড়া।
সুখ পাখিটি কি আবার দিবে ধরা নীড়ে?
মা-জননী যদি আবার আসে ভবে ফিরে।


সুখ পাখিটি বার বার স্বপ্নে এসে দেয় ধরা,
তার জন্য মনটা আমার হয় পাগল পারা।
সুখ পাখিটি সারা বেলা আমায় মারে উঁকি,
কাছে না এসে বার বার আমায় দেয় ফাঁকি।


সুখের নীড়ে লেগেছে আমার বুক ভরা আগুন,
এ জীবনে আসবে কি আর সুখেরই ফাগুন?
যে সুখ জোটেনি আমার শৈশবে,
এখন আর তার জন্য কেঁদে কি হবে।
সুখের দেখা পাবো না জানি কোন কালে,
বাঁচার ইচ্ছা নেই আমার এই ত্রিভুবনে।