ছুটির দিন মানেই বিশেষ একটি দিন,
পরিবার পরিজন নিয়ে জীবন কর রঙ্গিন।
যারা ঘরে বাইরে খুব ব‍্যস্ত সময় পার করে,
তারা বলে কবে আসবে ছুটির দিন আহারে!

বাবা আমার লক্ষ্মী সোনা,আমায় করো ক্ষমা
সাপ্তাহিক ছুটির দিনে ঘুরতে নেই কোন মানা।
চিড়িয়াখানায় আছে নাকি নানান রঙ্গের পশু পাখি?
সেই সব দেখার জন্য আজও অপেক্ষায় আছি।


সবাই জানে সপ্তাহে ছুটির দিনের কত মূল্য,
সারা দিন ঘুরে ফিরে আরোও করে কত গল্প।
পরিবার আর ব্ন্ধুদের সঙ্গে মুখোমুখি আড্ডায়,
দিবা নিশি কাটে আমাদের হাসি আর ঠাট্টায়।


ছুটির দিনে শিমুল তলায় বসবে নাকি মেলা?
সবাই মিলে দোলায় চরে খেলবো মজার খেলা।
প্রিয়জন আমায় বলে কিনে দাও রেশমি চুড়ি,
নয়লে কিন্তু  তোমার সাথে করবো আমি আড়ি।


ছুটির দিনে কারো সাথে করনা কোন মান অভিমান,
ভালোবাসা দিয়ে রাখো পরিবার ও বন্ধুদের সম্মান।
ছুটির দিন আমাদের কাছে সবাই অতি প্রিয়,
এই দিনে সকলের খুঁজ খবর তোমরা নিও।