ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম,
আমরা কেন বুঝি না তার মর্ম?
ইসলাম ধর্মের জন্য যারা দিয়েছে প্রাণ,
তারাই তো সারা বিশ্বে হয়ে আছে মহান।


ধর্ম নিয়ে কেউ কর না কোন বাড়াবাড়ি,
তা হলে জীবন টা হারাবে অতি তারাতাড়ি।
ইসলাম চায় সারা বিশ্বে মানবের শান্তি,
নামাজের মাধ্যমে দূর করবো সকল ক্লান্তি।


এই ধর্মে জবরদস্তির নেই কোন সুযোগ,
দয়া করা ক্ষমা করা জীবনে কর যোগ।
ধর্ম কে অনুসরণ না করে চললে পথ,
সদায় আসবে মোদের আপদ আর বিপদ।


প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই,
বিপদে এগিয়ে আসবো আমরা সবাই।
ইসলাম ধর্ম অশান্তি করে না পছন্দ,
বিবেকবান হয়েও মানুষ,আজ হয়েছে অন্ধ।


প্রকৃত সুখ আর শান্তি যদি পেতে চাও,
ইসলামের ছায়ার নিচে এসে দাঁড়াও।
এসো হে মানব জাতি শান্তির পথে,
চলো সবাই শপথ করি একসাথে।