এই দুনিয়ায় মানুষ বড়ই আজব প্রাণী,
স্বার্থের টানে রং বদলায় তারা সারাক্ষণি।
এই জগতে মানুষ চেনা বড়ই যে দায়,
স্বার্থ রক্ষার জন্য সবাই দেয় অন্তরে ঠাঁই।


জগতে মানুষের কোনো জাতিভেদ নাই,
তবুও কেন মোরা ভেদাভেদ দেখতে পায়?
মানুষের কথা আর কাজে মিল নাই ভাই,
অপরের ভালো দেখলে করি হাই হাই।


এই দুনিয়ায় মানুষ চেনা বড় কঠিন,
অন্য কে কষ্ট দিয়ে জীবন করে রঙ্গিন।
সর্ব লোকে জানে,অতি লোভে তাতী নষ্ট
এই পথে চললে সবাই হবে পথভ্রষ্ট।


দুনিয়াতে মানুষ বলতেই বড়ই স্বার্থ পর,
ধনবানদের সাথে সবাই বাঁধতে চাই ঘর।
এই সমাজে মানুষ চেনা বড়ই যে দায়,
ভালো কাজ করলে জান্নাতে পাবে ঠাঁই।


# কবিতাটি শ্রদ্ধেয় হেনা আপুর নামে উৎসর্গ করিলাম ।