কথায় কথায় রাগ করা আমাদের স্বভাব,
বউয়ের কাছে কম বেশী সবাই নবাব।
বিয়ের আগে্ প্রেমের কসম তুমি আমার জান,
তুমি ছাড়া বাঁচব না দিয়ে দেব এই প্রাণ।


আমার বউ দেখতে কালো,পেতনি,ভুত
অন্যের বউ বিশ্ব সুন্দরী,নেই কোন খুঁত।
পান থেকে চুন খসলেই করি বকাবকি,
কত রাত কাটে বউ ছাড়া মোদের একাকি।


শ্বশুড় শাশুড়িকে করে না কোন সম্মান,
কথায় কথায় করে যে কত অপমান।
প্রতিনিয়ত একই স্বাদে,নেই কেউ তৃপ্ত,
ভোগ বিলাসী,বউয়ের উপর মোরা হয় ক্ষিপ্ত।


অন্যের বউ দেখে করি কত আফসোস,
বৃদ্ধ বয়সে জোয়ান সাজি,কবে হবে হুঁশ?
মরীচিকার পিছে ঘুরে নেই কোন লাভ,
সারা দিন ঘুরে ফিরে করেছি কত পাপ।


তুমি মোরে করে দিও নিজ মনে মাফ,
তোমার কাছে করেছি যে হাজারো পাপ।
অনুতাপে জ্বলছি আমি,আমায় করো ক্ষমা,
ওগো তুমি যে আমার প্রাণের প্রিয়তমা।