মুজিব তুমি আসবে ফিরে,শতবর্ষ কে ঘিরে,
তোমার প্রতীক্ষায় আজও আমরা আছি দাঁড়িয়ে।
তুমি আসবে বলে সবার প্রাণে লেগেছে দোলা,
মুজিব শতবর্ষ করবে পালন সবাই সারা বেলা।


মুজিব মানে,বিশ্বের মাঝে বাঙালির বীরের পরিচয়
তোমার নেতৃত্বেই,রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি বিজয়।
তোমার কথা শুনলে চারদিকে আনন্দে হয় মুখরিত,
মুজিব শতবর্ষ পালনে সবাই হয়েছে একত্রিত।


তোমার প্রতীক্ষায় বাতাসে বাজে আগমনী গান,
সবাই মিলে গাইবো আজ শতবর্ষের গান।
অঞ্জলিতে হাসি ভরে তারা দাঁড়ায় পথের ধারে,
তুমি আসবে আবার ফিরে,ভব এই সংসারে।


মুজিব শতবর্ষের এই মহা আনন্দ ক্ষণের।
তুমি রয়েছ আজও সবার মন প্রাণ জুড়ে।
এক শতকে হবে না শেষ মুজিব শতবর্ষ,
বার বার আসিবে ফিরে মহান নেতার দৃশ্য।