এক যে ছিল পড়শী,নাম যে তার নিলা
আমায় নিয়ে দিবা নিশি করে প্রেমের খেলা।
ভালোবাসার প্রেম নদীতে বইছে কত ঢেউ,
তুমি ছাড়া এই জীবনে নেই তো আমার কেউ।


তোমায় দেখে ভরে না আমার পাগল মন,
তোমার রুপ দেখে চেয়ে থাকি সারাক্ষণ।
তোমার ঐ মিষ্টি হাসিতে আমায় করেছ জাদু,
তোমাকে ভুলতে পারি না আমি কভু।


তুমি যেন নীল আকাশের পূর্ণিমার ঐ চাঁদ,
তোমার মায়াবী রুপ দেখে সবাই বাড়ায় হাত।
সাঁঝের বেলায় তোমায় দেখতে লাগে বড়ই ভালো,
তোমার মনে স্থান পেয়ে জ্বালাবো প্রেমের আলো।


এক রজনীতে তোমার সাথে হয়ে ছিল কথা,
তুমি বলে ছিলে তোমার মনের আছে যত ব্যথা।
আমরা যখন পাশা পাশি থাকি একলা ঘরে বসে,
খেলার ছলে কথার তালে আদরে যায় মিশে।


বাড়ির পাশের পড়শী আমায় বার বার মারে উঁকি ,
কাছে না এসে সারাক্ষণ আমায় দেয় ফাঁকি।
তোমার ঐ আাঁখিতে লুকিয়ে আছে কত স্বপ্ন আশা,
তোমায় নিয়ে গড়বো আমি ছোট্ট সুখের বাসা।


তোমার ঐ কালো তিলের মতো থাকতে চাই মিশে,
যদি প্রেম ভালোবাসা দিয়ে রাখো তোমার পাশে।
তুমি আমার ভালোবাসার করেছ অনেক কদর,
মনের আনন্দে জড়িয়ে ধরে করবো তোমায় আদর ।


কভু কি হবে না তোমার আমার মিলন?
অন্তরে করে ছিলাম অনেক আশা লালন।
ওগো,তুমি যে আমার পাড়া পড়শী সই
তোমার কথা মনে হলে একলা জেগে রয়।


** আমার প্রিয় ভক্ত আল-মামুন কে উৎসর্গ করিলাম ।