নীল নবঘনে গাঁথিব মালা তোমারী সনে,
তুমি যদি থাক আমার হৃদয়ের গহীনে।
হে সাথী চলো করি ভালোবাসার গল্প,
আমি শুধু চেয়ে রব,তুমি বলবে অল্প।


হে সাথী তুমি আমায় করেছ অতি মহান,
তুমি দিয়েছ ভালোবাসার ন্যায্য সম্মান।
ওগো সাথী,তোমাকে মন প্রাণ দিয়া বলি
এ জীবনে ভালোবাসার আছে অনিয়মাবলি।


হে প্রিয়া কেমনে ধরিব তোমারী সুন্দর হিয়া,
আপন পর কিছুই মানি না,তরে করিব বিয়া।
যে মোর সাথে করিল ভালোবাসার পাগলামী,
পথে পথে আজও আমি ফিরি তার লাগী।


কবে তুমি আমার নাম ধরে ডাকবে?
সুন্দর দুটি হস্ত আমার হৃদয়ে রাখবে।
হে সাথী কেন তুমি আছ আজ বহু দূরে?
এসো আমার ভালোবাসার শূণ্য নীড়ে।


যেতে আমি দেব না তোমায় কভু,
সাথীকে নিয়ে করব জীবন শুরু।
কবিতায় আমি আর কি লিখব?
আজীবন তোমারী সাথী হয়ে থাকব।