বাঙালিরা ভাষার জন্য দিয়ে ছিল তাজা প্রাণ,
তারাই ছিনিয়ে এনেছিল বাংলা ভাষার মান।
সকল শহীদদের মনে প্রাণে করি মোরা স্বরণ,
একুশে ফেব্রুয়ারীতে করি তাদের ফুল দিয়ে বরণ।


ভাষা শহীদদের মন থেকে করতে হবে অজস্র শ্রদ্ধা
তাদের জন্য বাংলা ভাষার বেড়েছে অনেক মর্যাদা।
শহীদ দিবস দিনটি কে জাতি শ্রদ্ধা ভরে করে স্মরণ,
ভাষার জন্য জীবন দিয়ে হয়ে আছে তারা আমরণ।


পৃথিবীতে নেই আর এমন একটি উন্নত দেশ,
ভাষার জন্য জীবন দিয়ে হয়ে গেছে বাঙালিরা শেষ।
মায়ের ভাষাকে কেউ নিতে পারে না কখনো কেড়ে,
বাঙালিরা জীবন দিয়ে ধরে ছিল এই ভাষা আঁকড়ে।


শহীদ দিবস হলো স্মৃতিসৌধে শতশত ফুলের মেলা,
বাংলা ভাষাকে ছিনিয়ে এনে পড়েছিল বিজয়ের মালা।
বাঙালিদের চেতনার দিন হলো একুশে ফেব্রুয়ারি,
আমরা কি কখনো তাদের মন থেকে ভুলতে পারি।


শহীদ সন্তানদের কথা মনে হলে কেঁদে ভাসায় বুক,
তারাই তো আজ সবার কাছে হয়ে আছে প্রিয়মুখ।
আমরা মনে প্রাণে করি বীর শহীদদের জন্য দোয়া,
তারা যেন পায় জান্নাতের নিচে এক পরম ছায়া।