জাগো বাঙ্গালী জাগো
আর কত কাল ঘুমাবে তুমি
ঘুমের মধ্যেই হচ্ছো বলি
জাগো বাঙ্গালী জাগো।
তোমাকে যারা করছে শোষণ
এবার করো তাদের রোধন
জাগো বাঙ্গালী জাগো।
প্রতিদিন তুমি পিষ্ট হচ্ছো  যাদের যাঁতা কলে
তাদের এবার বুঝিয়ে দাও গণতন্ত্র কাকে বলে।
জাগো বাঙ্গালী জাগো।
অন্যায় কে এবার দাও বিদায় মিথ্যার টুটি চেপে
লেনিন ভেঙেছে অন্যায়ের বাঁধ যেমন জন স্রোতে ।
জাগো বাঙ্গালী জাগো
আর থেকোনা বিপর্যস্ত , কণ্ঠ রুদ্ধ
নিয়ে বুকে আর্তনাদ।