যখন থমকে দাড়িয়েছিলাম
তখন কেউ বিলেছিলো
এরকম করো না
তাহলে আমি যাব কোথায়


যখন সিদ্দান্ত নিয়েছিলাম
আর পড়াশুনা করবো না
তখন সে  ই বলেছিলো
তাহলে কথা বলব  না


যখন  অপেক্ষা করছিলাম
কবে একটা আংটি ক্রয় করবো
তখন সেই বলেছিল
আংটি নয় নাকফুল


যখন নাকফুলের  মর্ম রাখতে
চাকুরী  খুচ্ছিলাম তখন
সেই বলেছিলো
আর কয়টা দিন  যাক না


যখন বলেছিলাম
বছর তিনেক অপেক্ষা করো
সেই বলেছিলো এক
বছর মাইনাস করো


যখন সবুজ ড্রেস কিনেছিলাম
তখন  সেই বলেছিলো
লাল হলে ধারুন হত


যখন লাল ড্রেস কিনেছিলাম
তখন সেই বলেছিলো
লাল পাকনা পাকনা লাগে


যখন চুপটি করেছিলাম
তখন সেই বলেছিলো
মেয়েদের সাথে কথা
বললে মন ভাল থাকে


যখন কোন মেয়ের সাথে
কথা বলতাম
তখন সেই বলতো
সাবধান আর কথা বলবে না


যখন রাতে ফোন  দিতাম
এত রাতে  কল দিলে কেন ঘুমাও
সে আবার মেসেজ  দিয়ে
ঘুম কেড়ে নিত


যেই বলতো তুমি  ছাড়া আর
কাউকে কল্পনা করতে পারি না
  সেই আজ দিব্যি সংসারি


এরকম   হাজারো স্মৃতি জড়িত
প্রতটি পুরুষের স্মৃতির সাথে...

নাররী দিবসের সেই নারী সহ সকল নারীর প্রতি শ্রদ্ধা।কেননা এই নারীরাই কেউ আমাদের  মা, কেউ স্ত্রী, কেউ  বোন, কেউ মেয়ে....