অজানা আশায় বেধেছিলাম ঝুটি
বার্ধক্যই যার একমাত্র খুটি
রঙ্গমঞ্চের সুদিপ্ত আলাকে
রাখি তারে চোখের পলকে


শ্রীমুখর নয়নমনির দৃষ্টি
যেনো নতুন ভালবাসার সৃষ্টি
চুপিসারে পলকের ইশারায়
হারিয়ে যেতাম অন্ত সীমানায়


গোলাপী আভায় রঙিন ঠোটে
যেনো কথার গোলাপ ফোটে
ঘন কালো স্নিগ্ধ দিগল কেশ
হাত বুলাতেই হাড়িয়ে যেতাম বেশ


মধ্যখানের বর্ননা অতিক্রম চলে যাই নুপুড়ে
বাজনায় অভাক হতাম দিন দুপুরে
কোমল পায়ে আলতো আলতায়
মন চলে যেতো গভীর সীমানায়

( সংক্ষেপিত)
তারিখঃ ২২/০১/২০১৮