বসে বসে ভাবি আমি সারাদিন
চাকরি কি পাব না আমি কোনো দিন,
যাবে দিন যাবে মাস
এই রাজনীতি থাকলে কাটব আমি ঘাস।


পরীক্ষা দিই যত
কোর্টে কেস পড়ে তত,
রাজনীতি খেলছে দারুণ খেলা
আমাদের জীবন হয়ে যাচ্ছে হেলাফেলা ।


চারিদিকে শুনি ইয়ংদের আর্তনাদ
মানুষে দেয় আমাদের অপবাদ ,
বোঝে না কেউ আমাদের কষ্ট
আবার আমাদের বলে আমরা দুষ্টু ।


কত মা বাবা তাকিয়ে আছে সন্তানের দিকে
দুঃখ কষ্টকে ঢেকে রেখে,
একদিন চাকরি পাবে ভাবে তারা
ভাবতে ভাবতে দিন হয় সারা।


প্রেমিকা বসে থাকে প্রেমিকের জন্য
একটা চাকরি পেলে হবে সে ধন্য ,
চাকরি আছে কি দেশে
রাজনীতি তে দেশ যাচ্ছে ভেসে।


দেশের জন্য প্রাণ দিয়েছে যারা
যদি ফিরে আসে দেখবে দেশ মাতৃহারা,
তাদের কষ্টের নেই কোনো দাম
মন্ত্রীরা গাইছে রাম-নাম।


আমার দেশে বইবে কবে শান্তির হওয়া
রাজনীতি থেমে ঘরে ঘরে থাকবে দেশের মায়া ,
ঘরের ছেলে ঘরে থেকে করবে দেশের সেবা
গ্রামে গ্রামে তৈরি হবে পুনর্গঠনের সভা।