ওই দেখো পথের শিশু
ঘুরে ঘুরে নিচ্ছে আমার পিছু,
হোক না অনাথ!ওদের মুখে যে আছে মিষ্টি হাসি
আমি সেখানেই ফাঁসি ।
ওদের যখন দিয় কিছু টাকা
তখন ওদের মনে হয় না নিজেকে একা,
ওদের খুশিতে আমার মন পায় শান্তি
এই শান্তি দূর করে মনের সব ক্লান্তি ।
পথের শিশুদের কত কষ্ট তাই না,
ওদের মা-বাবা আছে কিনা
তাও আমরা জানি না ।
ইচ্ছা আছে একদিন
খুলব আমি পথশিশুদের আশ্রম,
পথে-ঘাটে যত আছে শিশু
তাদের দেব একদিন নিরাপত্তার বিশ্রাম ।
ওদের আমি করব বড়
নিজের মতো করে,
ওরা একদিন বড় হয়ে
নাম করবে এই পৃথিবী জুড়ে ।
তখন আমার হবে এক স্বপ্ন পূরণ ,
ওদের নাম দেখে গর্বে ভরবে আমার মন।
বলব আমি নিজেকে, -
তোর গেছে সব ভয়
তুই করতে পেরেছিস এখন ভারত জয়।